প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ
হাজীগঞ্জ-কচুয়া সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে কচুয়াগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মোহাম্মদ তরিকুল ইসলাম (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকালে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ-কাজিরগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু মোহাম্মদ তরিকুল ইসলাম হাজীগঞ্জ বাজারস্থ আল কারিম মাদ্রাসার ছাত্র ও রাজারগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম রাজারগাঁও গ্রামের পাটোয়ারী বাড়ীর মোহাম্মদ নুরন্নবীর ছেলে।
জানা গেছে, শনিবার বিকালে আল কারিম মাদ্রাসা সংলগ্ন মাঠে খেলাধূলা করছিলো মোহাম্মদ তরিকুল ইসলাম। এ সময় শিশুটি হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়ক পার হওয়ার সময় হাজীগঞ্জ থেকে কচুয়াগামী একটি দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ ৩১-৭৪০৬) শিশুটিকে ধাক্কায় দেয়।
এতে শিশুটি গুরুতর আহত হয়। তাৎখনিক স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহত শিশুর মরদেহ ও ঘাতক প্রাইভেটকারটি থানা হেফাজতে নিয়ে আসে।
এদিকে শিশু মোহাম্মদ তরিকুল ইসলামের মৃত্যুতে তার মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও পরিবার-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, শিশুর পরিবারের সদস্যরা থানায় এসেছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.