মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ উপজেলায় মাধ্যমিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন, পৌরসভাধীন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত শ্রেষ্ঠত্বের প্রকাশিত তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দীপক চন্দ্র দাশ। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো।
উল্লেখ্য, দীপক চন্দ্র দাশ ১৯৯৫ সালের ফেরুয়ারি মাসে কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০১ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার অশ্বদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
বর্তমান তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৩০ বৎসর শিক্ষা জীবনে শিক্ষকতার পাশাপাশি হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃত্বে দিয়ে আসছেন। ২০২২ সাল থেকে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.