মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল তপদার নামে এক মাদককারবারীকে আটক করা হয়েছে। সোমবার (৬ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভাধীন টোরাগড় এলাকা থেকে জুয়েলকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আলম সঙ্গীয় ফোর্স। অভিযানে জুয়েল তপদারকে চ্যালেঞ্জ করে তল্লাশী করা হয়। এসময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
এরপর এদিন জুয়েল তপাদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এবং সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ জানায়, জুয়েল তপাদার মাদক কারবারির সাথে জড়িত। এমন অভিযোগে তাকে দীর্ঘদিন নজরে রাখা হয়। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের তপদার বাড়ী গিয়াসউদ্দিন তালুকদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী জুয়েল তাপদারকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন, মাদক, চুরি, ডাকাতিসহ যেকোন অপরাধীকে ধরতে হাজীগঞ্জ থানা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। সুতরাং আমাদেরকে তথ্য দিন। তথ্য দাতার নাম গোপন রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.