মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফাইজা ইসলাম নামের দুই বছর বয়সি এক শিশু মারা গেছে। শুক্রবার (১৭ মে) বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের উত্তর পাড়া মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির প্রবাসী কামরুল ইসলামের মেয়ে।
জানা গেছে, এ দিন শিশু ফাইজা ইসলাম নিজ বাড়ির উঠানেই খেলাধূলা করছিল। এসময় পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় সে। এরপর বেশ কিছুক্ষন তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়।
পরে খোঁজা-খুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মারা যাওয়া শিশুর পরিবার ও নিকট আত্মীয়-স্বজনসহ ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.