লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামীকাল। তার আগে আজ এলপিএলে সরাসরি চুক্তি এবং ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাঁকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এলপিএলের দল ডাম্বুলা থান্ডার্স। মোস্তাফিজ এর আগে কখনো এলপিএলে খেলেননি।
১ জুলাই শুরু হবে এলপিএলের নতুন মৌসুম। তার আগে ২৯ জুন শেষ হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে মোস্তাফিজ এখন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সেখানে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন আইপিএলে। চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নেন মোস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে এবার আইপিএলে তুষার দেশপান্ডের (১৩ ম্যাচে ১৭ উইকেট) পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন এই পেসার।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.