আবু মুছা আল শিহাবঃ
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শাহরাস্তি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২১ মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে চলে ভোটগ্রহণ।স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
এই উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে একজন করে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।
উক্ত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বেশ ক'টি কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তাঁরা সুন্দর পরিবেশ, সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিবেন বলে আশ্বস্ত করেন।
উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে জাহিদ আহমেদ বলেন, প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছি, ভোটের পরিবেশ সুন্দর।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। জনগণ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন যাকে তারা যোগ্য ও নির্ভরশীল মনে করবেন। আগামীর শাহরাস্তিকে সুশীল ও গতিশীল করার লক্ষ্যে ভোটারদের মূল্যায়ন অপরিসীম।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬ হাজার ২৪৪ জন। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দুইজন এবং ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.