গত ০১ অক্টোবর ২০২১ ইং তারিখে ৪৭০ বোতল ফেন্সিডিল, ৫০ কেজি গাঁজা ও ১৪৪০ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল ওয়াদুদ (৩৮) ও মোসাঃ আয়েশা বেগম (৩৫) কে গ্রেফতারের পর র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর দক্ষিণ মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত ১৯/০৫/২০২৪ ইং তারিখে পৃথক তিনটি ধারায় আসামীদ্বয়কে যাবজ্জীবন, ০৭ বছর ও ০৫ বছর সাজার রায় প্রদান করেন।
এরই ভিত্তিতে গত ৩০ মে ২০২৪ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাখরাবাদ ও হাউজিং স্টেট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আব্দুল ওয়াদুদ (৩৮) ও ২। মোসাঃ আয়েশা বেগম (৩৫)’দ্বয়কে গ্রেফতার করে।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আব্দুল ওয়াদুদ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কৃষ্ণনগর গ্রামের মৃত মোসলেম মিয়া এর ছেলে, ২। মোসাঃ আয়েশা বেগম (৩৫) একই গ্রামের আব্দুর রশিদ এর মেয়ে এবং তারা উভয়েই স্বামী-স্ত্রী। বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষণার পর সাজা এড়াতে গ্রেফতারকৃত আসামীদ্বয় আত্নগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.