মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগে এক ইউপি সদস্যকে (মেম্বার) তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশ করা হয়েছে। গতকাল সোমবার (৩ জুন) উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মাসুদকে এ নোটিশ প্রদান করা হয়।
চাঁদপুরের একটি দৈনিক পত্রিকায় ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে মেম্বারের চাঁদাবাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদের সূত্র ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নোটিশ প্রদান করেন। এতে বলা হয়েছে, আগামি ৩ কর্মদিবসের মধ্যে ব্যাক্ষা দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারী তারাপাল্লা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মো. বিল্লাল হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কিন্তু প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে ইউপি সদস্য মাসুদ ওই ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.