প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৪, ৩:৪২ অপরাহ্ণ
মতলব দক্ষিণে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
সারা দেশেট ন্যায় ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ স্লোগানকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় রহমান।
ভূমি সেবা সপ্তাহ ২০২৪ নিয়ে মতলব সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। ছাত্ররা বিশাল উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাড়াও সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নায়েরগাঁও ইউনিয়ন ভূমি উপ সহকারী মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, উপাদী দক্ষিণ ইউনিয়ন ভূমি উপ সহকারী লতিফ শেখ, নারায়ণপুর ইউনিয়ন ভূমি উপ সহকারী শুকুর মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা উপস্থিত সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। আগামী ১৪ জুন পর্যন্ত এই ভূমি সেবা সপ্তাহ চালু থাকবে বলে জানান উপজেলা ভূমি অফিস।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.