ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই হাজার পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সানু মিয়া (৬০) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে দুই প্রতিবেশী আক্তার মিয়া ও হাবিব মিয়া সিলেটে ভাঙারির ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সুবাদে হাবিব মিয়ার কাছ থেকে ২-৩ মাস আগে আক্তার মিয়া দুই হাজার টাকা ধার নেন। পরে টাকা ফেরত দিতে দেরি হওয়ায় আক্তারের মোবাইল কেড়ে নেন হাবিব। এবারের ঈদে বাড়িতে চলে আসেন দুইজনই।
বাড়িতে এসে মোবাইল ফেরত চান আক্তার। মোবাইল ফেরত চাওয়ায় হাবিব ক্ষিপ্ত হন আক্তারের উপর। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে মঙ্গলবার বিকাল ৫টার সময় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আপোষ হয়।
এর কিছুক্ষণ পর আবারও হাবিবের লোকজন হামলা করে আক্তারের লোকজনদের ওপর। এ সময় আক্তারের পক্ষের সানু মিয়া নামে এক বৃদ্ধ আহত হন। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। তবে সানু মিয়া কিভাবে মারা গেছেন সেটি এখনো নিশ্চিত না। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.