নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর জেলার হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নের বহুল প্রত্যাশিত ভক্তদের আশা ও আকাঙ্খার মধ্য দিয়ে মন্দিরের কার্যক্রম এর শুভ উদ্বোধন হলো উচ্চঙ্গাঁ (জগবন্ধু পাল বাড়ি) আদর্শ গ্রামে। ত্রিকালদর্শী শিবকল্প মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির।
১১জুলাই রোজ বৃহস্পতিবার সকাল সাত ঘটিকায় গঙ্গা আহবান অধিবাস কীর্তন পূজার মধ্য দিয়ে ধর্মীয় রীতি মেনে মন্দিরের কার্যক্রম শুরু হলো। এর কিছুক্ষণ পরেই লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের শুভ উদ্বোধন করেন হাজীগঞ্জ শাহারাস্তি মাটি ও মানুষের নেতা চাঁদপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয় টেলিকনফারেন্সের মাধ্যমে মন্দির উদ্বোধন করেন। এছাড়াও উক্ত মন্দিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরে ফিতা কেটে ও মোমবাতি প্রজ্বলন করে উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল ।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে। (হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) হারুনুর রশিদ অফিসার ইনচার্জ হাজীগঞ্জ থানা। ৫ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমনের উপস্থিত থেকে শুভ সূচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমীর কুমার পাল। এছাড়াও মন্দির কমিটির সকল সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দ ছুটে আসেন সকাল বেলা বাল্যভোগ ও দুপুরে রাজভোগ মহাপ্রসাদ বিতরন সন্ধ্যায় বাবার জীবনী আলোচনা ও ভজন গান নামসংকীর্তন এর মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.