হাজীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্ণীত প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্ণীতি দমন কমিশন জেলা সমন্বয় কমিটির সহযোগীতায় ১০ জুলাই বেলা ১১টার দিকে এ মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে সচেতনতা বিষয়ক শ্লোগান সম্বলিত ব্যানার ও পেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন, অতিথিবৃন্দ, দুর্ণীত প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, সুধীসহ বিশিষ্টজনরা। র্যালী শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, দুর্নীতি দমন কমিশন, চাঁদপুরের সহকারী পরিচারক মো.আজগর হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক অভিজাত সাহা, শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.মনিরুজামান, হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ, সদস্য ও রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো.আনিছুর রহমান, হাজীগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো.কামরুল হাসান, প্রভাষক আব্দুল্লাহ হিল সাফি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.