ঢাকা বংশাল থানার সামনে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন মোহনা টেলিভিশন চাঁদপুর জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম বাবুর বড় ভাই মো. মনিরুল ইসলাম উব্বু।
সোমবার রাতে বংশাল থানার সামনে গোলাগুলি সময় গুলিবিদ্ধ হয়ে মনিরুল ইসলাম উব্বু মারা যায়ন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা বংশাল এলাকায় তার লাশ জানাজা শেষে ঢাকায় আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
মনিরুল ইসলাম উব্বু চাঁদপুর শহরের রহমত পুর কলোনির স্থানীয় বাসিন্দা তার পিতার নাম মরহুম ফজল আলী গাজীর চতুর্থ সন্তান। নিহত মনিরুল ইসলাম উব্বু চাঁদপুরের সুপরিচিত মুখ সিনিয়র সাংবাদিক মোহনা টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম বাবুর আপন বড় ভাই । মনিরুল ইসলাম উব্বু দীর্ঘদিন যাবত তিনি ঢাকায় বংশালে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে ব্যবসা করতেন। তিনি ঢাকা বংশালের বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। ঢাকায় তিনি রাজনৈতিক মামলায় জেল ও খেটেছেন। ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে তাদের সাথে সমন্বয় করে রাজপথে নেমেছিলেন।
হঠাৎ করে রাতে বংশাল থানার সামনে গোলাগুলি এক পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে চিরতরে দুনিয়া ছেড়ে চলে যান। তার এই করুন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৫৩ বছর। তার স্ত্রী এক মেয়ে দুই ছেলে রেখে মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.