মুহাম্মদ বাদশা ভূঁইয়া:
ছাত্র গণ অভ্যুখ্যান পরবর্তী রাস্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ আগস্ট বিকালে চাঁদপুর শহরের শপথ চত্বর মোড়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও পৌর ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি আবু নাইম তানভিরের পরিচালনায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতি বক্তব্যে বলেন, মানুষের মনে আতংন্ক কাটেনি। ২০২৪ সানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয় বারের মতো স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা বাংলাদেশের পুনাঙ্গ স্বাধীনতা পেয়েছির।৫৩ বছর আগে স্বাধীনতা পেলে ও বাকস্বাধীনতা আমরা পাইনি। যারা বিভিন্ন অফিস আদালত কুখ্যিগত করে রাখা হয়েছিল তাদেরকে ও ছাড় দেবনা। চাঁদপুর জেলার যেখানে চাঁদাজির ঘটনা ঘটবে আপনারা তাদের কে রুখে দিবেন। আমরা আজকে স্বাধীন। জাতী প্রমান করে দেবে কে রাস্ট্র ক্ষমতায় আসবে। ইসলামি আন্দোলন করোনা মহামারিতে যে মানবতার কাজ করেছে তা দেশবাসী মনে রেখেছি। পরে তিনি ৯ দফা কর্মসূচী ঘোষণা করেন। জ
এসময় বক্তারা বলেন, কোটা আন্দোলনে ছাত্রদের সাথে সর্ব প্রথম রাজপথে ছিল ইসলামি আন্দোলন ও ইসলামি ছাত্র আন্দোলনের কর্মীরা। স্বৈরসাশকের আগ্রাসন থেকে ছাত্ররা আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। আমরা এ গণ সমাবেশে স্মরন করি যে সব ছাত্ররা জীবন উৎসর্গ করে দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়ে তাদেরকে। আমরা এমন ধংসাত্মক দেখতে চাই না। সংখ্যালঘুদের বাড়ি ঘর উপাসনালয়ে কোনো ধরনের হামলা হতে দেবনা। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা হামলা হতে দেবনা।
বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক একেএম ইয়াসিন রাশেদ সানি, সাংগঠনিক সম্পাদক জামাল গাজী সোহাগ, অর্থ ও প্রচার সম্পাদক মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়া সম্পাদক মাওঃ হেলাল হোসাইন, প্রশিক্ষন সম্পাদক মাওঃ নুর উদ্দীন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা মোশারফ হোসাইন, সংখ্যালঘু সম্পাদক মাওঃ আফসার উদ্দীন,সদর উপজেলা ইসলামি আনন্দোলন সভাপতি ডাঃ বেলাল হোসাইন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওঃ ইমরান হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি রাকিব হোসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.