মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলায় রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুচিপাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে কিছু সংখ্যক রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (ভারপ্রাপ্ত অধিনায়ক,২১ বীর)।
আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত , উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইসলাম, সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, গণমাধ্যম কর্মীসহ আরো অনেকে।শাহারাস্তি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়।
গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে শাহারাস্তি উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন অভিযান পরিচালনা করে আসছে।চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.