মতলব উদক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার অটোচালক কিশোর মহিন মিয়াজী (১৭) হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
গ্রেপ্তাররা হলেন, মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. রাব্বি (২৬), মো. জসিম (২৬) ও মো. ইসমাইল হোসেন (৪৪)।
পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘অটোচালক কিশোর মহিন হত্যার ঘটনায় ১ ডিসেম্বর থানায় হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার সূত্রধরে মতলব দক্ষিণ থানার ওসি পুলিশের একটি বিশেষ দল গঠন করেন। ওই দলটি তদন্ত করে হত্যায় জড়িত আসামি মো. রাব্বি ওরফে কালুকে গ্রেপ্তার করে।’
তিনি আরও বলেন, ‘তার তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর অভিযান চালিয়ে আসামি জসিম ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে এবং ইসমাইলের হেফাজতে থাকা অটোবাইকের ৪টি ব্যাটারি উদ্ধার করে। তবে ঘটনায় জড়িত পলাতক আসামি সুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
এসপি জানান, এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে পূর্ব পরিকল্পার আলোকে আসামি সুজন মোবাইল ফোনে কিশোর মহিনকে মতলব ধনারপাড় আসার জন্য। ওই চালক তাদের কথামতো বাড়ি থেকে ধনার পাড় চলে আসে। সেখানে আসলে সুজনসহ আসামিরা তার ব্যাটারিচালিত অটোরিকশা করে নাগদা, আশ্বিনপুর, নারায়নপুরসহ বিভিন্নস্থানে ঘুরাঘুরি করে।
সন্ধ্যার পরে তারা ঘটনাস্থল উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামের গোলগেইল্যা খালের পাড়ে নিয়ে যায়। সেখানে তারা কৌশল করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং অটোরিকশাটি চালিয়ে আসামি ইসমাইলের গ্যারেজে নিয়ে আসে। সেখানে তারা ব্যাটারিগুলো ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়ে যায়।
এসপি বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়- তারা সরাসরি এই হত্যার ঘটনায় জড়িত ছিল। তাদেরকে আজই (মঙ্গলবার) চাঁদপুর আদালতে পাঠানো হবে।’
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.