পিরোজপুরের ভান্ডারিয়া থেকে উপজেলা যুব মহিলা লীগ নেত্রী আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ।
গ্রেপ্তার যুথী ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি ও স্থানীয় মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.