ইসমাইল হোসেন বিপ্লব॥
কচুয়া পৌরসভার কার্যালয় ও ডাকবাংলোয় সড়কের পাশে অবৈধ গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছেন স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।
এসময় ছোট ছোট ১০টি দোকান উচ্ছেদ করে মালামাল সরিয়ে দিয়ে রাস্তা পরিস্কার করা হয়েছে। অভিযান পরিচালনা সময় কচুয়া পৌরসভার কর্মচারীরা, আইনশৃঙ্খলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হেলাল চৌধুরী বলেন,দীর্ঘদিন ধরে পৌর কার্যালয় ও ডাকবাংলোয় ব্যস্ততম সড়কের পাশে জেলা পরিষদের জায়গায় দখল করে দোকানপাট নির্মান করায় মানুষের চলাচলের বিঘ্ন ঘটে। এজন্য অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করে সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কচুয়া উপজেলার বিভিন্ন বাজারে চলাচলের রাস্তায় এবং সরকারি জায়গায় দখল করে অবৈধ দোকানপাট ও স্থাপনা র্নিমান যারা করেছে, তা উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারি জায়গায় দখলমুক্ত ও চলাচলের রাস্তা উন্মুক্ত করা হবে। অবৈধ দখলদারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.