মোহাম্মদ হাবীব উল্যাহ্:
চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু-মাটি অপরাধে মো. কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে তিনি উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোটে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিতে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তিনি ইউনিয়ন যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত।
জানা গেছে, প্রশাসনের নাম ভাঙ্গিয়ে গত কয়েকদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে বালু-মাটি উত্তোলন এবং অপর একটি জমি ভরাট করছেন অভিযোগে শুক্রবার বিকালে ইউনিয়নের নাসিরকোট বিল (কৃষি মাঠ) সরেজমিন পরিদর্শন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। তিনি অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত মো. কামরুজ্জামান বিষয়টি স্বীকার করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থানীয়দের উপস্থিতিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. কামরুজ্জামানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে পুলিশ তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং জেলহাজতে প্রেরণ করে। কামরুজ্জামান যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি ওই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, অভিযুক্ত ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছেন বলে দাবি করেন। কিন্তু তাঁর সপক্ষে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেন নি। যার ফলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.