মো. জহির হোসেন:
মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কর্তৃক আয়োজিত বিজয় দিবস আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক তাপস শীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার (৭ ডিসেম্বর) সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদের উপস্থাপনায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। খেলায় ৮টি দল অংশগ্রহণ করে।
এ দিন সকাল ৯ টায় দেশগাঁও ডিগ্রি কলেজের সাথে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, বেলা ১১টায় হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের সাথে কাঁকেরতলা জনতা কলেজ, দুপুর ১টায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাথে ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ ও বিকাল ৩টায় বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সাথে বলাখাল মকুবুল আহমেদ ডিগ্রি কলেজ খেলায় অংশগ্রহণ করে।
নকআউট পদ্ধতির এ খেলায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ও বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ জয়লাভ করে। এই চারটি দলের মধ্যে আজ ও আগামিকাল (রবিবার ও সোমবার) সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবং বিজয়ী দুই দল আগামি বুধবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।
আগামি ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবসের অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রপি ও পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আকতার হোসেন দুলাল, মোহাম্মদ হাবীব উল্যাহ্, মো. আবুল খায়ের, মো. শাকিল হোসেন সুমন ও ফয়সাল হোসেন হৃদয়ের উপস্থিতিতে এসময় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ উপস্থিত ছিলেন।
এছাড়াও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মজিবুর রহমান, বদরুদ্দৌজা চৌধুরী, মোকতার আহমেদ ও নজরুল ইসলাম, দেশগাঁও ডিগ্রি কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন, প্রদর্শক জাহাঙ্গীর হোসেন, শরীর চর্চার শিক্ষক মোজাহেদুল ইসলাম, কাকৈরতলা জনতা কলেজের প্রভাষক শাহাদাত হোসেন, মোজাম্মেল হক কাজল ও অফিস সহকারী হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.