নিজস্ব প্রতিনিধি:
“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা ই-সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসাইন, গীতা থেকে পাঠ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কর্মকর্তা সুনির্মল দেউরী।
আলোচনাসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আরজুমান বানু। অনুষ্ঠান পরিচালনা করে উপজেলা সহকারি পল্লী উন্নয়ণ কর্মকর্র্তা আবদুল গণি।
বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজি, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, শ্রেষ্ঠ জয়ীতা রোকেয়া সুলতানা, জিনাত কবির প্রমূখ।
অতিথিরা তাদের বক্তব্যে রোকেয়া দিবসের তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন ও কাজ করার আহব্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ জয়ীতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.