স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ রুবেল হাওলাদার (৪২) নামে কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদকবহনকারী প্রাইভেটকার, নগদ ১২ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক কারবারি রুবেল খুলনা জেলার সোনাডাঙ্গা গ্রামের হাওলাদার বাড়ির মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব বলেন, রুবেল খুলনার মাদক কারবারি রিংকু গাড়ি ভাড়া করে কুমিল্লার বুড়িচং এলাকায় নিয়ে আসে। আজ সকালে বুড়িচং এলাকার ভারতীয় সিমান্ত এলাকায় গিয়ে ৪০ কেজি গাঁজা প্রাইভেটকারের পেছনের ডেকে করে চাঁদপুর হয়ে খুলনা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, আজ সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরীঘাট এলাকা হতে একটি প্রাইভেটকার, ৪৪ কেজি গাঁজা, ১২ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ মালামাল ও আসামীকে নিয়মিত মামলা দেয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জিম্মায় সোপর্দ করা হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন রিফাত আল আসমাউলসহ সেনা সদস্য, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.