ফরিদগঞ্জ প্রতিনিধি :
১২নং চরদুঃখিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও মেধাবী এস.এস.সি, দাখিল পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ও কেন্দ্র ফি দিলো ‘বন্ধন-১২’। প্রতিবছর সংগঠন অসহায় কিন্তু মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তাদের পাশে দাঁড়ায়।
প্রতি বছরের ন্যায় ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে অনুদানের টাকা তুলে দিয়ে আসেন। এবার প্রতি শিক্ষার্থীদের দুই হাজার চারশ’ টাকা করে দেওয়া হয়। বিরামপুর উচ্চ বিদ্যালয়ের ১২ জন, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ৮ জন, লড়াইচর মদীনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার ৩ জন এবং দ.লড়াইরচর বায়তুন্নবী দাখিল মাদ্রাসার ৪ জন পরীক্ষার্থীর হাতে অনুদান তুলে দেন অতিথিরা।
দুপুর ১২টায় বিরামপুর এস.জে.এম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বোর্ড ও কেন্দ্র ফি প্রদান পূর্বক আলোচনা সভার আয়োজন করা হয়। বন্ধন-১২ এর আহ্বায়ক এস.এম মফিজুর রহমান’র সভাপতিত্বে, সদস্য সচিব এ.জেড.এম শামছুদ্দিন ফারুক মিয়াজী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী মো.আলমগীর হোসেন পাটওয়ারী্।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান, বিরামপুর এস.জে.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী মো. মহসিন খাঁন, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথামিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেন, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইমাম হোসেন প্রমুখ।
‘স্বপ্ন ফাউন্ডেশন’র আর্থিক সহযোগিতায় ‘বন্ধন-১২’ উক্ত কর্মসূচি বাস্তবায়ন করে। ‘স্বপ্ন ফাউন্ডেশন’ আমেরিকান একটি প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মো. আহাদ এই অর্থের যোগান দেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.