স্টাফ রিপোর্টার:
কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তরা হামলায় ২টি বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ওই ইউনিয়নের আশরাফপুর গ্রামের কাঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান, আশরাফপুর গ্রামের কাঠালবাগান এলাকার অধিবাসী মিরন ও মিন্টর বাড়িতে কোন কিছু বুঝে উঠার আগেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাদের বাড়িঘরে ঢুকে আসবাবপত্র, দরজা জানালা ভাংচুর করে এবং বাড়ির সদস্যদের মারধর করেন।
ভূক্তভোগী মিন্টু জানান, সোমবার সন্ধ্যায় একদল যুবক হটাৎ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। পরে আমাদের পরিবারের লোকজনের উপর এলোপাথাড়ি ভাবে হামলা করেন। বাড়ির সকল জিনিসপত্র ভাঙচুর করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
তিনি আরো জানান, বর্তমান আমরা পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি, তারা এখনো বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে আমাদেরকে মেরে ফেলার জন্য।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.