ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার সাচার কলাকোপা পার্কে ঢাকা বিশ^বিদ্যালয় মার্কেটিং বিভাগ ২০তম ব্যাচের একটি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের ভাইস চেয়ারম্যান ও বিআরবি কেবল্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেল্স এন্ড মার্কেটিং ডিরেক্টর রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে ও সমাজসেবক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঢাকা বিশ^বিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল বিভাগের অধ্যাপক ড.শাহ এমরান। অনুষ্ঠান উদ্বোধন করেন,দৈনিক চাঁদপুর জমিন এর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নোয়াখালি জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.নবীর হোসেন,কচুয়া উপজেলার বিএনপির সদস্য সচিব এএসএম মঞ্জর আহমেদ সেলিম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.নাহিদ ইসলাম,ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিশ^বিদ্যালয়ের রেন্ট কালেক্টর (ইনচার্জ) সাজেদুল হাসান কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর হোসেন মোল্লা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাচার রেনোঁসা মেডিকেল সেন্টারের পরিচালক মহিনউদ্দিন মজুমদার,কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোতাহের হোসেন,সাচার কলেজের প্রভাষক মফিজুল ইসলাম,সমাজসেবক আব্দুল খালেক,মেধা বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক বাহাউদ্দিন ভূইঁয়া প্রমুখ।
গত ৬ ডিসেম্বর ১ থেকে ৬নং ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ট্যালেন্টপুলে ১৬জনসহ বিভিন্ন গ্রেডের উর্ত্তীণ ৪০জন শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উক্ত ৪০জন মেধাবীসহ বিভিন্ন পর্যায়ের গুনীজনদেরকে সংবর্ধিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.