ত্রিনদী ডেস্ক:
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চাঁদপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈদিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড় ‘অঙ্গীকার’ পাদদেশে একত্রিশবার তোপধ্বনি ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ প্রশাসনের পক্ষে (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশের পক্ষে (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পন করেন।
পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন-চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, চাঁদপুর প্রেসক্লাব, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর মেডিকেল কলেজ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক বিভাগ, এলজিইডি চাঁদপুর, জেলা সমাজ সেবা অধিপ্তর, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, জেলা মৎস্য দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.