মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
মহান বিজয় দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলাতে বর্নাঢ্য র্যালি ও সমাবেশ করেছে শাহরাস্তি পৌর ছাত্রদল।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি এখনো।
সোমবার (১৬ ডিসেম্বর) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে শুরু হয় র্যালি। জাতীয় পতাকা, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও মেহের ডিগ্রী কলেজের নেতাকর্মীরা। র্যালিটি কালীবাড়ি বাজার ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
চাঁদপুর জেলা বিএনপি'র সম্মানিত সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিনের নির্দেশনায় আয়োজিত এই আনন্দ র্যালিতে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিলো তা বাকশাল কায়েমের মধ্যে দিয়ে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিসহ সব দিক থেকে পঙ্গু করে দিয়েছে দলটি।
সর্বশেষ, ২০২৪ জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। এজন্য, শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
বিজয় র্যালিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, শাহরাস্তি পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.