শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি বিজয় দিবসের ব্যানারে শেখ হাসিনা-মজিবের ছবি দিয়ে বিজয় দিবসের র্যালি করেছে সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম।
বিষয়টি নিয়ে এলাকায় চাপাক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনা জানাজানির পর ১৬ ডিসেম্বর আলোচনা সভার স্থল থেকে ছবি সম্বলিত ব্যানারটি উদ্ধার করেন স্থানীয় বিএনপির নেতারা। ১৮ ডিসেম্বর এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।
বিএনপি নেতা তাফাজ্জল হোসেন জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক পলাতক সরকারের ছবি সম্বলিত ব্যানার দিয়ে আলোচনা সভার সংবাদ জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো বক্তব্য নেওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, তিনি এ ধরনের কাজ করতে পারেন না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.