ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁদপুরের কচুয়ায় ১২শ তালের চারা রোপণ করা হয়েছে। কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সরাইলকান্দি-নিন্দপুর ও শিলাস্থান নতুন দৃষ্টিনন্দন সড়কের দুই পাশে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি. এর ডাইরেক্টর ও কচুয়ার কৃতি সন্তান মো. রফিকুল ইসলাম রনির সার্বিক সহযোগিতায় ও অর্থায়নে তালের চারা রোপণ করা হয়। একই সাথে এলাকার গরিব দুস্থ অসহায় পরিবারের ৫শতাধিক সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
শুক্রবার সকালে সরাইলকান্দি শাহী ঈদগাহ মাঠে উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সকরারের পরিচালনায় ও স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির সুজনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মোজাম্মেল হক লিটন, উত্তর শিবপুর বাজার পূর্ব অংশের সভাপতি মো. জাহাঙ্গীর মুন্সি, সাধারন সম্পাদক বাবুল শিকদার, পশ্চিম অংশের সভাপতি কামাল দেওয়ান, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম রনি, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মোতালেব সরকার, জিয়া দেওয়ান, ওসমান গনি, মো. অলি উল্লাহ হাজী, লিটন মুন্সি, মো. শাহ আলম প্রধান সহ আরো অনেকে। এদিকে সরাইলকান্দি-নিন্দপুর নতুন সড়কে ১২শ তালের চারা রোপণ করায় এবং স্থানীয় গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করায় বিশিষ্ট শিক্ষানূরাগী ও সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.