অনলাইন ডেস্ক:
আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজ এক বক্তব্যে বলেন, আমি ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না।আমি নতুন দিবসের খোঁজ করছি।
রাষ্ট্রকে আলাপের উল্লেখ করে ফুয়াদ বলেন, ইতোমধ্যে এ বিষয়ে তর্কও তুলেছি। বিষয়টি আলাপ করতে হবে রাষ্ট্রকে। ১৬ই ডিসেম্বরের পরে কি হয়েছিল আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল নিল ভারত । ওসি রিপপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে।
নূন্যতম তিনটি জেলাতে তিনজন ডিসিকে এ্যাপোয়েন্ট করা হয়েছে। সিলেটের ভারতীয় অ্যাপোয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে ইতোমধ্যে।
তাহলে সেই বাংলাদেশে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস হয় কি করে।
আলোচনাটা এই জন্য করছি, আমাদের রাষ্ট্রসত্বা এখনো তৈরী হয় নি উল্লেখ করে ফুয়াদ বলেন, এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক ১৬ই ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয়,কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.