ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মুলপাড়া এলাকায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে চাঁদপুর-গল্লাক সড়কের বদরপুরের মুলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী মূলপাড়া গ্রামের খাজা আহমদের ছেলে ইকবাল হোসেন (২০) ও মজুমদার বাড়ির ওবায়েদুল্যার ছেলে শাহাদাত হোসেন (১৮)।
স্থানীয় বাসিন্দারা জানান, মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ইকবালকে ঢাকায় নেওয়ার পথে কাঁচপুর এলাকায় মারা যান।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে দুজন মারা যান। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.