হাজীগঞ্জে কিশোরদের অতর্কিত হামলায় আহত হয়েছেন, বড়কুল পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন। এ ঘটনায় তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে টোরাগড়-বড়কুল সেতুর দক্ষিণ পাড়ে উত্তর বড়কুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ব্যক্তিগত কাজে টোরাগড়-বড়কুল সেতুর দক্ষিণ পাড়ে উত্তর বড়কুল এলাকায় আসেন বিল্লাল হোসেন। তিনি যখন সেতুর কাছে আসেন, এমন সময় ৪/৫ জন কিশোর তার উপর অতর্কিত হামলা করে মারধর শুরু করে এবং তারা তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসময় ধস্তাধস্তি করে কিশোরদের হাত থেকে ছুটে দৌড়ে দক্ষিণ বড়কুল এলাকার দিকে চলে যান বিল্লাল হোসেন। পরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি দুঃখজনক উল্লেখ করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠু বলেন, কিশোর গ্যাং প্রতিরোধ করতে হবে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কিশোর গ্যাং ও মাদকসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহৃত আছে। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.