চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত সাইকেল থেকে পড়ে মো. জিহাদ হোসেন (১২) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর মারা গেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের বেপারীর সামনে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোর ওই বাড়ির প্রবাসী মো. মাসুদ হোসেনের ছেলে। সে ওই ইউনিয়নের বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, আজ বিকালে বাড়ি থেকে নিজের সাইকেলটি নিয়ে বের হয় জিহাদ হোসেন। এসময় বাড়ির সামনে গ্রামীণ সড়ক থেকে সাইকেলটি নিয়ে রাস্তার নিচে পড়ে সে মাথায় আঘাত পায়। তাৎখনিক স্থানীয়রা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিহাদের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে জিহাদের মা ঝর্ণা বেগম জানান, জিহাদ মৃগী রোগে আক্রান্ত। তাছাড়া গত কয়েকদিন ধরে সে শারিরিকভাবে অসুস্থ। আজ (বুধবার) বিকালে সে সাইকেল নিয়ে বের হয়। পরে শিশুদের মাধ্যমে জানতে পারি জিহাদ সাইকেল নিয়ে পড়ে মাথা ফেটে গেছে এবং নাক-মুখে রক্ত বের হচ্ছে। পরে হাসপাতালে সে মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, জিহাদ হোসেনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের কোন অভিযোগ নেই এবং আদালতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরে আবেদন করেছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.