মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
জাতীয় ওলামা মাশাইখ আইন্মা পরিষদ শাহারাস্তি উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সন্মেলন সম্পন্ন হয়েছে। ২৪ ডিসেম্বর বিকেল ৩ টা থেকে রাতব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী মেহার কালিবাড়ি মাঠ প্রাঙ্গণে এ আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা বেলায়েত উদ্দিন নানুপুরী ফটিকছড়ি চট্টগ্রাম, ক্বেরাত তেলাওয়াত করেন বিশ্ব বিখ্যাত কারী আব্দুল বাসেত (রহ) এর সু যোগ্য সাহেবজাদা শায়খ ক্বারী মোহাম্মদ আহামদ আব্দুল হানিজ আদ্দুরুনকিয, মিশর শায়খ ক্বারী রেজাঈ আইয়ুব ,তানজানিয়াশায়খ ক্বারী ফরদান আদম, আফ্রিকা শায়খ ক্বারী সালমান সালমান হাবিব পাকিস্তান শায়খ ক্বারী জিসান হানিফ পাকিস্তান হাফেজ মাওলানা ক্বারী এমদাদুল্লাহ বাংলাদেশ উচ্চতর তাজবীদ ও ক্কেরাত বিভাগীয় প্রধান নান্নুপুর ওবায়দিয়া মাদ্রাসা চট্টগ্রাম।
বিশেষ মেহমান হযরত মাওলানা নাজির আহমদ শিমলি হযরত মাওলানা হাফেজ নাসিরউদ্দিন হযরত মাওলানা সোলায়মান আহমদ সাহেব হযরত মাওলানা মাহমুদুল্লাহ, হযরত মাওলানা আনসার আহমদ সাহেব এছাড়া আরো তেলাওয়াত করেন আন্তর্জাতিক মানের বিদেশী ক্কারীগণ।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সম্ভাব্য মেয়র প্রার্থী ও সও্বাধিকারী মেসার্স সুন্দরবন স্টীল কর্পোরেশন মোঃ ইকবাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইন্মা পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: শরীফুল ইসলাম, ওলামা পরিষদ নেতা আব্দুস সালাম প্রমুখ।
ক্বেরাত সন্মেলন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ক্কেরাত সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2024 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.