প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ণ
বড়কুল রামকানাই উবি’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান শিক্ষক মো. আব্দুল হকের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আব্দুর রাজ্জাক, অভিভাবকদের মধ্যে নূরে আলম ফরাজী, শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালেব প্রমুখ। বক্তব্য শেষে মেধাবী ও নিয়মিত উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিনিয়র শিক্ষক মো. কালু মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সিনিয়র শিক্ষক মাও. আনোয়ার হোসেন ও গীতা থেকে পাঠ করেন মাধুরী নাথ। এরপর দাঁড়িয়ে উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা বাবু রামকানাই, প্রধান শিক্ষক মো. মোরশেদ আলম, মহিউদ্দিন ও আজিজুল হক খানসহ প্রয়াতদের স্মরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. ইমান হোসেন বাবুল, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিক চন্দ্র পাল, মো. ইমান হোসেন, জোবেদা বেগম, অভিভাবক মো. ইউছুফ হোসেন ও রুহুল আমিন সোহাগসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com,
মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.