ফুলে ফুলে সজ্জিত গাড়িতে চড়ে রাজকীয় বিদায় নিয়েছেন সারওয়ার আলম। তিনি চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার সকালে লাল গালিচা বিছিয়ে ও ফুলের মালা পরিয়ে ফুল সজ্জিত গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেন সহকর্মী ও এলাকাবাসী।
এ সময় শত শত শিক্ষার্থী কাঁদতে কাঁদতে প্রিয় শিক্ষকের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। পরে সারওয়ার আলম গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে স্কুলে পাঠান।
বিদায়ী অনুষ্ঠানে সারওয়ার আলম বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।
বিদায় অনুষ্ঠানে মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাকেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ছাঈদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম পাটোয়ারী, আনিছুল রহমান, রাবেয়া আক্তার, মিজানুর রহমান পাটোয়ারী। পিটিএ সভাপতি মো. সাদ্দাম হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, সদস্য শামসুল হুদা, সদস্য আবুল বাসার, সদস্য লিপি দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার সাধারণ সম্পাদক কামাল চৌধুরীসহ অন্যান্য স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.