হাজীগঞ্জে ছেলে ও পুত্রবধুর মারধরে বাবা আলী আকবর (৬৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ জানুয়ারী) বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের ইসমাঈল বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ছেলে ইউসুফ আলী (৩৬) ও পুত্রবধূ মরিয়ম বেগম শিউলীর (২৮) মারধরে মারা যান বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী রোকেয়া বেগম ও মেয়ে আকলিমা।
জানা গেছে, আকবর হোসেনের ২ ছেলে ৪ মেয়ে। এর মধ্যে ২ মেয়ে বাবার বাড়িতে বসবাস করেন। এদিন বিকালে শিম গাছ লাগানো নিয়ে ইউসুফ ও তার স্ত্রী শিউলীর সাথে ঝগড়া হয় বোন তাছলিমা ও আকলিমার সাথে। এক পর্যায়ের তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তাদের বাবা আলী আকবর ও মা রোকেয়া বেগম ঘর থেকে বের হয়ে ঝগড়া নিবারণের চেষ্টা করেন।
এতে দুই পক্ষের ঝগড়া লেগে মারামারির ঘটনা ঘটে। মারামারির মধ্যে ছেলে ইউসুফ ও পুত্রবধূর শিউলীর মারধরে বাবা আলী আকবর লুটিয়ে পড়েন এবং তিনি তাৎখনিক মৃত্যুবরণ করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ পুলিশি হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে আলী আকবর অভিযোগ অস্বীকার করে বলেন, বাবা অসুস্থ। তিনি স্টোক করে মারা গেছেন। আমার সাথে বোনের সাথে ঝগড়া-বিবাদ ও হাতাহাতি হয়েছে। বাবার সাথে কোন মারামারি হয়নি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.