‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র উদ্যোগ আন্ত ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব এর আহ্বায়ক মাহফুজুর রহমান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) বিকালে ‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র সদস্য মো. সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী মোস্তাফিজুর রহমান, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, রোটারি ক্লাব চাঁদপুর’র সভাপতি মাকসুদুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বি.আর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মনির হোসেন রুবেল।
আলোচনা সভা শেষে রানার আপ এবং চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। ফাইনালে চ্যাম্পিয় হয় ইলিভেন ব্রাদার্স। রানার আপ হয়েছে ট্রপি ফাইটার। টসে জিতে প্রথমে ট্রপি ফাইটার ব্যাট করে ১৭৪ রান (১৬ ওভারে) করে। জবাবে ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান নিয়ে বিজয়ী হয় ইলিভেন ব্রাদার্স।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.