হাজীগঞ্জে অগ্রণী ব্যাংকে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় ব্যাংকের হাজীগঞ্জ বাজারস্থ শাখায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর অঞ্চলের প্রধান তপন চন্দ্র সরকার। প্রধান অতিথি গ্রাহকদের বক্তব্য শোনেন এবং গ্রাহকদেরকে কিভাবে ব্যাংকের সেবার সাথে আরো বেশি সম্পৃক্ত করা যায় সে ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণের আহবান জানিয়ে প্রধান অতিথি আরো বলেন, এখন ব্যাংকে না এসেও ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়। অর্থ্যাৎ প্রচলিত পদ্ধতিতে সরাসরি কাউন্টারে না গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের সহায়তায় ডিজিটাল ডিভাইস মোবাইল কিংবা ল্যাপটপ ব্যবহার করে ব্যাংকের এ্যাপসের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারেন। এতে আপনার সময়ও বেঁচে যাবে। আবার দিনে বা রাতে যে কোন সময় ঘরে বসেও সেবা নিতে পারবেন।
শাখা ব্যবস্থাপক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও ব্যাংকের চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. মাহবুবের উপস্থাপনায় সমাবেশে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, রুহিদাস বনিক, হেদায়েত উল্যাহ তালুকদার মিরন, সুরুজ মিয়া ও মোহাম্মদ হাবীব উল্যাহ্ প্রমুখ। বক্তব্য শেষে ব্যাংকের ম্যানেজার মো. রাশেদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ব্যাংকের পরিশ্রমী কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে উপহার (পুরস্কার) তুলে দেন প্রধান অতিথি।
এসময় অগ্রণী ব্যাংক স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ফরাজী, বাবুরহাট শাখার ব্যবস্থাপক তারেকুজ্জামান, পুরান বাজার শাখার ব্যবস্থাপক ইঞ্জি. নিজামুল হায়দার, নারায়নপুর শাখার ব্যবস্থাপক শ্রী গোপাল চন্দ্র ভৌমিক ও রামচন্দ্রপুর শাখার ব্যবস্থাপক মো. সেলিম হোসেন ভুঁইয়াসহ চাঁদপুর অঞ্চলের অন্যান্য শাখা ব্যবস্থাপক, হাজীগঞ্জ শাখার গ্রাহক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.