প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মো. ইব্রাহিম হোসেন হামিম (২৪) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক ইব্রাহীম ফেনীর সোনাগাজীর উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের মাইনউদ্দিনের ছেলে ও স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।
রোববার গভীর রাতে ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় প্রবাসীর স্ত্রীর ছবি এবং ভিডিও সংরক্ষিত মোবাইল জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ ২ বৎসর যাবত গৃহবধূকে ব্ল্যাকমেইল করে আসছিল বখাটে সদস্যরা। তাদের ব্ল্যাকমেইলের কারণে গৃহবধূ ২০ হাজার টাকা দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় সালিশ বৈঠক হলেও চক্রটির সদস্যরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছিল। বখাটেদের এমন মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধূ ১ বছর যাবত গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
গত ৫ জানুয়ারি গৃহবধূ তার শ্বশুরবাড়িতে বেড়াতে এলে আসামিরা সেখানে গিয়েও গৃহবধূর কাছে পুনরায় এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে গত ৬ জানুয়ারি পুনরায় সালিশ বসলে সেখানে গৃহবধূ এবং তার বোন ও ২ ভাতিজাকে পিটিয়ে গুরুতর জখম করে গ্রেফতারকৃত আসামি ও তার ১০-১২ জন সহযোগী। এ ঘটনায় গৃহবধূ ১২ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি আবুল হোসেনকে ইতোপূর্বে গ্রেফতার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসীর স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সংরক্ষিত মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি মামলা রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.