ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই''এই শ্লোগানে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৮৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিজি হাসপাতালে সহকারি রেজিস্টার মোঃ আসাদুজ্জামান ভূইয়া (মানছুর)।
উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা আক্তারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,প্রধান বিজন কুমার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রহিমানাগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনির,কচুয়া রিসোর্স সেন্টারের কর্মকর্তা জাকির হোসেন,পালগিরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্তর প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, তরুণ শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন যুবদলের সভাপতি হোসাইন জাকির,সাবেক ইউপি সদস্য আমির হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ জাহান বিএসসি,ডাঃ মুকবুল হোসেন, কবির হোসেন, আক্তার মিয়া, মাহবুব ভূইয়া প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.