হাজীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. ইবনে জায়েদ হোসেন যোগদান করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারী) বেলা তিনটার দিকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নিকট হতে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।
এদিন হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আসলে মো. ইবনে জায়েদ হোসেনকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান, বিদায়ী ইউএনও তাপস শীল। নবাগত ইউএনও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ৩৪ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন।
এর আগে মো. ইবনে জায়েদ হোসেন নোয়াখালি জেলার হাতিয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), রাজশাহী বিভাগে সিনিয়র সহকারী কমিশনার, চাঁদপুর জেলাপ্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.