হাজীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে জায়েদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। সমিতির সভাপতি মো. তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর নেতৃত্বে সোমবার বিকালে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় নবাগত ইউএনও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. জামাল হোসেন, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা আক্তার, তারপাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রসূল স্বপন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ছাদেক, প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ফারজানা আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারজানা ইয়াছমিন, সহ-সম্পাদক মোহাম্মদ মাহাবুব আলম, মহিলা সম্পাদক মরিয়ম আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল, কল্যাণট্রাস্ট বিষয়ক সম্পাদক মহিউদ্দিন পাঠান, শিক্ষক হাসান মিয়াজী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক হিসেবে বদলি হয়েছেন। আগামি বুধবার (৫ ফেব্রুয়ারী) তিনি সুনামগঞ্জে যোগদান করবেন বলে জানা গেছে। সোমবার বিকালে নবাগত ইউএনও মো. ইবনে জায়েদ হোসেন দায়িত্বভার গ্রহণ করে বিদায়ী ইউএনও’র স্থলাভিষিক্ত হন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.