অবৈধভাবে ভারতে প্রবেশ করে আসাম রাজ্যের গুয়াহাটির একটি হোটেলে “পর্নোগ্রাফি শুট” করার অভিযোগে বাংলাদেশি এক তরুণীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন তাদের কলকাতা প্রতিনিধির বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে।
জানা গেছে, গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। তারা হলেন- ২২ বছর বয়সী বাংলাদেশি তরুণী এবং স্থানীয় দুই তরুণ শফিকুল ও জাহাঙ্গির।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে হোটেল থেকে এই তিনজনকে আটক করা হয়। শফিকুল ও জাহাঙ্গির আসামের বাসিন্দা। ওই তরুণী বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, হোটেলে অশ্লীল ভিডিও তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় পুলিশ আরও তদন্ত চালাচ্ছে এবং আটকদের হেফাজতে রেখেছে।
ওই তরুণীর কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট নেই। পুলিশের ধারণা, তিনি অবৈধ কাগজপত্র দেখিয়ে আসামে প্রবেশ করেন। এরপর শফিকুল ও জাহাঙ্গিরের সঙ্গে গুয়াহাটির একটি হোটেলে পর্নোগ্রাফি শুটিং শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী কীভাবে ও কেন ভারতে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। আটকদের জেরা করে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে কোনো সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.