শাহরাস্তিতে দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নে অবস্থিত মেসার্স হারুন ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিং ও সূচীপাড়া উত্তর ইউনিয়নে অবস্থিত মান্নান ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিংকে দুই লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর-এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া জানান, টপ সয়েল কাটা ও সংরক্ষণ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা আইনে দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া হারুন ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিংয়ে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। তিনি আরো জানান, ইটভাটার এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.