চাঁদপুরের হাজীগঞ্জে চিহ্নিত নারী মাদককারবারী পলি বেগম (২৮) ও তার ভাই বোনসহ ৫ মাদককারবারীকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে হাজীগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালনা করে। অভিযানে হাজীগঞ্জের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মানিক কাজীর ছেলে কাজী আহমেদ শরীফ (৩৫), আব্দুল কাদেরের ছেলে আইয়ূব ভূঁইয়া (৪৫), আকবর আলীর ছেলে খোরশেদ আলম (৩৮), মানিক কাজীর মেয়ে পলি বেগম (২৮) ও নাজিয়া আক্তার কাঁকন (২৫)কে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের বাড়ি হতে ৩৯০ পিছ ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার টাকা এবং ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ ৫জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.