ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল সনাতন পদ্ধতিতে সিঁধ কেটে ২টি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান,নয়াকান্দি গ্রামের হাফেজ মেম্বার বাড়ির বাসিন্দা আব্দুল মান্নানের বসতঘরের সিঁধ কেটে চোর চক্র ঘরে প্রবেশ করে দুই ভরি স্বর্ণ,৮ ভরি রুপা, ১ টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া একই গ্রামের ডাক্তার বাড়ি অদিত চন্দ্র সরকারের ঘরে একইভাবে সিঁধ কেটে প্রবেশ করে ১টি মোবাইলসহ ঘরের আসবাবপত্র নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা রতন সরকার জানান,আমাদের এলাকায় প্রতিনিয়ত চুরিদারি হচ্ছে, চোরের আতঙ্কে প্রতিরাত কাটছি আমরা। নিরাপত্তা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা কামনা করছি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, 'চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.