মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ শ্লোগানে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারী) সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা চত্তর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিফাত জাহানের উপস্থাপনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আমাদের সম্পদ সীমিত। তবে এই সীমিত সম্পদের সদ্ব-ব্যবহার করে মানুষের সত্তুষ্টি অর্জন করতে হবে। পাশাপাশি সেবা নিতে আসা কেউ যেন ভোগান্তির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে স্থানীয় সরকার শক্তিশালী হবে। আর স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, জনগণ তত বেশি সেবা পাবে।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, জনস্বাস্থ্য প্রকশৈলী মোহাম্মদ মাহবুব আফছার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ্ পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, কাজী নুরুর রহমান বেলাল প্রমুখ।
সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পৌরসভার কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.