হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারী) সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। সভায় চুরি, ছিনতাই ও মাদকসহ সামাজিক অপরাধ প্রতিরোধে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সাইখ বিন আহাম্মেদ।
এছাড়াও বক্তব্য রাখেন, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, সদর ইউনিয়নের ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু ও দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যঅন আবু তাহের প্রধানীয়া প্রমুখ।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিফাত জাহান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মাহাবুব আফছার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজি, বীরমুক্তিযোদ্ধ আনোয়ার হোসেন, মফিজুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল ও হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান একেএম মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.