হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লি ডক্তর মো. আলমগীর কবির পাটওয়ারীর ছোট ভাই কামরুজ্জামান খোকা পাটওয়ারীর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জানাযা শেষে তাকে মসজিদ কমপ্লেক্স কবর স্থানে দাফন করা হয়।
বুধবার রাতে কামরুজ্জামান খোকা পাটওয়ারী মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখেযান।
জানাযায়, কামরুজ্জামান খোকা পাটওয়ারীহাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লি মরহুম মনিরুজ্জামানের ছেলে।
অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত খোকা পাটওয়ারী হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খেদমতকারী ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মহিউদ্দিন আল আজাদ, ই-মেইল: trenadinews@gmail.com, মোবাইল-০১৭১৭-৯৯২০০৯
Copyright © 2025 সাপ্তাহিক ত্রিনদী. All rights reserved.